নওগাঁর পাহাড়পুর ইউপিতে র্যাব কর্তৃক ছয়জন জুয়াড়ি গ্রেফতার!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউপি থেকে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক ছয়জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।২৩ ডিসেম্বর,বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন দক্ষিণ
চাঁপাডাল গ্রাম হতে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরের দক্ষিণ চাঁপাডাল গ্রামের মোঃ আশরাফুল আলমের ছেলে মোঃ শাকিল হোসেন (২২),২।মৃত শাহাদত মন্ডলের ছেলে মোঃ সেলিম মন্ডল (৪৮),৩। মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ রিপন হোসেন (৩০),৪।জয়পুরহাট জেলার জামালপুর চারমাথা গ্রামের মোঃ মাহাবুব রহমানের ছেলে মোঃ রহিম হোসেন আশিক (২০), ৫। মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আশরাফ আলী (৬০) এবং ৬। আক্কেলপুর থানার পাতার পাড়া গ্রামের মোঃ জাহিদ ইসলামের ছেলে মোঃ মালেক (২০)।র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের নিকট হতে মোবাইল-০৬ টি, সিম কার্ড-০৬ টি, মেমোরী কার্ড-০২ টি, তাস-০১ বান্ডিল ও জুয়া খেলার নগদ অর্থ-১৩৬০/- টাকা সহ জুয়াড়ী ৬ আসামীকে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।ধৃত আসামীদের বিরুদ্ধে বদলগাছী থানায় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদেরকে আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।