জামালপুরে ৪টি গাঁজা গাছসহ গ্রেফতার এক!
জামালপুরে ৪টি গাঁজা গাছসহ গ্রেফতার এক!
মোঃরনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
জামালপুর ইসলাম পুরে চিনাডুলি ইউনিয়নের সিংভাঙ্গা গ্রাম থেকে ৪ টি তাজা গাঁজা গাছ সহ কথিত গাঁজা চাষি শ্রী নসিমন (৩৮)কে আটক করেছে ইসলামপুর থানাপুলিশ।পুলিশ সুত্রে জানা যায় গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল আলিম একটি দল নিয়ে উপজেলার চিনাডুলি ইউনিয়ন অন্তর্ভুক্ত সিংভাঙ্গা গ্রামের শ্রী নসিমনের বাড়ির আঙ্গিনায় রোপনকৃত ৪ টি কাচা গাঁজা গাছ যাহার ওজন ৯কেজি,মুল্য আনুমানিক ৯০,০০০ হাজার উদ্ধার সহ শ্রী নছিমন কে আটক করে থানায় নিয়ে আসা হয়।আটক গাঁজা চাষি শ্রী নছিমন সিংভাঙ্গা গ্রামের শ্রী গোপাল চানের ছেলে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামি নছিমনকে আদালতে সোপর্দ করেন। মামলা নং১৮
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category