লামায় ধর্ষন ও লুটের অভিযোগে ভাসুর এর বিরুদ্ধে ছোট ভাই'র স্ত্রীর মামলা
সামছুল কিবরিয়া সুমন ঃ
লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের বৈদ্যভিটায় এক ওমান প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রী তার স্বামীর বড় ভাই কর্তৃক ধর্ষনের শিকার হওয়ার অভিযোগ এনে থানায় মামলা করেছে । মামলার এজহারে এক জনের নাম উল্লেখ ও আরেক জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। আসামীগন কর্তৃক দেড়ভরি স্বর্ন ও নগদ ৫৫ হাজার টাকা লুট করার অভিযোগ আনা হয়েছে।
বুধবার দিবাগত রাত ২.৩০ ঘটিকা হতে রাত ৪ ঘটিকা পর্যন্ত এই ঘটনা ঘটছে বলে ভিকটিম দাবী করেছে। ধর্ষনের শিকার নারী তার দেবর আবুল বশরকে সাথে নিয়ে লামা থানায় উপস্থিত হয়ে বৃহস্পতিবার বিকালে এই মামলা দায়ের করেছে। এর পূর্বে ভিকটিম লামা হাসপাতালে গেলে তাকে বান্দরবান সদর হাসপাতালে রেপার করা হয়।
ধর্ষনের শিকার নারী জানান, রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ছোট ছেলেকে নিয়ে ঘরের পেছনের দরজা খুললে তার স্বামীর বড় ভাই জয়নাল আবদীন হাজারী মুখ চেপে ধরে হাত পা বেধে তাকে ধর্ষন করে। এসময় তার সাথে আরো একজন ছিলো বলে সে জানায়। সকালে লামা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ নারীর হাত পায়ের বাধন খুলে তাকে উদ্ধার করেছে।
অভিযুক্ত জয়নাল আবেদীন হাজারী জানান, 'ঘটনাটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য এই ঘটনা সাজিয়েছে। তদন্তে সব বের হয়ে আসবে'।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, 'মৃত তরাব আলীর দুই স্ত্রীর সন্তানদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমির বিরোধের ঘটনা নিয়ে লামা থানায় অভিযোগ তদন্তাধীন আছে। ধর্ষনের এই ঘটনার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করলে ঘটনাটি সাজানো বলে মনে হচ্ছে। তার পর ও তদন্তে আসল ঘটনা বের হয়ে আসবে'।
রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু জানান 'জায়গা জমিনের বিরোধ থেকে এই ধর্ষনের ঘটনা সাজানো হয়েছে বলে মনে হচ্ছে'।
লামা থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান।