নওগাঁয় হত্যা মামলার সাড়ে চার বছর পর র্যাবের হাতে আসামি গ্রেফতার!
মোঃরনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
নওগাঁ জেলার মান্দা উপজেলায় নৈশ প্রহরী মনছুর সরদারকে হত্যার মামলার প্রায় সাড়ে চার বছর পর আমিনুল ইসলাম ওরফে আমিনুর নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বাগডোব বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃত আসামী আমিনুল ইসলাম ভালাইন গ্রামের আব্দুল জব্বারের ছেলে।র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০১৭ সালের ৪ জুলাই মান্দা থানায় দায়ের করা হত্যা মামলার আসামি আমিনুল ওরফে আমিনুর গ্রেফতার করা হয়েছে। পরে আসামিকে নওগাঁ সিআইডিকে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ভালাইন ইসলামীয়া দারুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসার আবাসিকে মনছুর সরদার অস্থায়ী ভাবে নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন। তার বাড়ির পাশেই মাদরাসা। আবাসিকে ৩৫/৪০ জন শিক্ষার্থী থাকতেন।২০১৭ সালের ৩ জুলাই রাতে বাড়িতে খাবার খেয়ে সাড়ে ১১ টার দিকে মাদরাসার বারন্দায় শুয়ে ছিলেন তিনি। এ সময় অজ্ঞাতরা ধারালো অস্ত্র দিয়ে বুকের ডান পাশসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে করে প্রথমে মান্দা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তারই সাড়ে চার বছর পর উক্ত হত্যা মামলার আসামি আমিনুলকে গ্রেফতার করলো র্যাব।