পর্যটক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনকে আসামি করে মামলা।
স্বামী ও সন্তানকে নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়ে একদল দুর্বৃত্ত কর্তৃক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে,বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে জ্ঞাতনামা ৩ জনসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন,মামলার আসামিরা হলেন: আশিকুল ইসলাম আশিক, ইসরাফিল হুদা জয়, রিয়াজ উদ্দিন ছোটন ও বাবু,মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩ জনকে।
এদের মধ্যে রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেপ্তার করেছে র্যাব, সে ঘটনাস্থল আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন এর ম্যানেজার,র্যাব এখনও তাকে পুলিশের কাছে হস্তান্তর করেনি,মামলার অন্য আসামি কক্সবাজার শহরসহ জেলার স্থানীয় বাসিন্দা।
মামলার বাদী ভুক্তভোগী গৃহবধূর স্বামী,তিনি ঢাকার যাত্রবাড়ী এলাকায় বসবাস করতেন, তবে তার স্থায়ী নিবাস কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায়।
বুধবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট সংলগ্ন এক মার্কেটে ভুক্তভোগী নারীর স্বামীর সঙ্গে অপরিচিত এক যুবকের ধাক্কা লাগে। এ ঘটনায় সেখানে উপস্থিত কয়েকজন যুবক স্থানীয় পর্যটন গলফ মাঠের সামনে ভুক্তভোগী নারীকে স্বামী ও সন্তানসহ নিয়ে যায়,পরে স্বামী ও সন্তানকে আলাদা করে ওই নারীকে একটি অটোরিকশাযোগে তিন যুবক মিলে পর্যটন গলফ মাঠের পিছনে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এরপর সেখানকার একটি ঝুপড়ি ঘরে আটকে রেখে ওই নারীকে তারা সংঘবদ্ধ ধর্ষণ করে।
এ ঘটনার পর ওই নারীকে নিয়ে যায় কক্সবাজারের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন-এ, পরে হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষে দ্বিতীয়বার ওই নারীকে ধর্ষণ করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, পর্যটক নারী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা নথিভুক্ত হয়েছে,ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে মামলায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩ জনকে আসামি করেছেন,মামলাটি তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে ট্যুরিস্ট পুলিশকে,মামলার এজাহারভুক্ত এক আসামিকে র্যাব কর্তৃক গ্রেপ্তারের তথ্য নানা মাধ্যমে শোনা গেলেও এখনো থানায় হস্তান্তর করা হয়নি বলে জানান পুলিশ সুপার।
এ বিষয়ে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম বলেন, ঘটনার পর র্যাব অভিযান চালিয়ে ভুক্তভোগী নারীকে আবাসিক হোটেল কক্ষ থেকে উদ্ধার করে। পরে ভুক্তভোগী নারীর তথ্যের ভিত্তিতে পর্যটন গলফ মাঠ এলাকা থেকে স্বামী ও সন্তানকে উদ্ধার করা হয়,ঘটনায় সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হোটেলটির ম্যানেজারকে, ঘটনায় আবাসিক হোটেলটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত তিনজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
র্যাবের এ কর্মকর্তা আরও জানান, ঘটনায় সহায়তার অভিযোগে গ্রেপ্তার হোটেল ম্যানেজারকে র্যাব জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে,মামলার আসামিদের গ্রেপ্তারে র্যাব অভিযান চালাচ্ছে।