কক্সবাজারে ছাত্রলীগের হাতে আট মাসের শিশু সন্তানের জননী দফায় দফায় ধর্ষণ!
মোঃরনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
কক্সবাজারে স্ত্রী আর আট মাসের শিশু সন্তানটি নিয়ে বেড়াতে এসেছিলেন।
মধ্যবিত্তের বহুদিনের স্বপ্ন স্ত্রী সন্তান নিয়ে সমুদ্র দেখবেন।যাত্রাবাড়ী থেকে বাসে করে কক্সবাজার, এসে উঠেন শহরের হলিডে মোড়ের এক হোটেলে।
বিকেলে স্ত্রী সন্তান নিয়ে সমুদ্র দেখতে বের হয়েছিলেন, লাবনী পয়েন্টে অপরিচিত এক ছেলের সঙ্গে লোকটির গায়ে ধাক্কা লাগে। হয় কথা কাটাকাটি।
সামান্য ধাক্কা, কথা কাটাকাটির জের ধরে সন্ধ্যার পর দুটো অটোরিক্সা পরিবারটির পথ রোধ করে। একটি অটোরিক্সায় তোলা হয় ওই লোক আর শিশু সন্তানকে। তাদের আটকে রাখা পর্যটন গলফের মাঠে। আরেক অটোরিক্সায় গৃহবধূকে তুলে নেয় তিন যুবক।পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে স্ত্রীকে গনধর্ষণ করা হয়😭
সেখানেই ছেড়ে দেয়া হয়নি। স্ত্রীকে সেখান থেকে নেয়া হয় জিয়া গেস্ট ইন হোটেল।সেখানে ইয়াবা সেবনের পর আরেক দফা তাকে গনধর্ষণ করা হয়।
ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে, কক্ষ বাইরে থেকে বন্ধ করে ওরা ঘটনাস্থল ত্যাগ করে।মেয়েটি ৯৯৯ এ কল করে পুলিশের সাহায্য চায়।তবে কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি ।অবশেষে উদ্ধার করে র্যাব, এরপর গলফ মাঠ থেকে উদ্ধার করা হয় মহিলাটির স্বামী আর সন্তানকে।স্বামী বলেন বারবার হাত-পায়ে ধরলেও তারা আমার স্ত্রীকে ফেরত দেয়নি।একটি পরিবার বেতনের টাকায় একটিবার সমুদ্র দেখতে চেয়েছিল, তাদের দো’জখ দেখানো হল।মহিলাটি হাসপাতালে ভর্তি।আট মাসের শিশু সন্তানটি স্বামীর কোলে, লোকটি এক অপরিচিত শহরে অসহায়।
এইটাই দেশের পর্যটন শিল্প😢
এইটাই নারীর নিরাপত্তা😢
এইটাই মায়ের কান্না😢
এইটাই পরিবারের ভাষা😢
এইটাই স্বামীর অসহায়ত্ব😢
স্ত্রীর স্বপ্নভঙ্গ😢
এইটাই কী ছাত্র লীগের বাংলাদেশ ?😢