বগুড়ায় আবাসিক হোটেল থেকে ৭ নারীসহ আটক ১৩
বগুড়ায় আবাসিক হোটেল থেকে ৭ নারীসহ আটক ১৩ !
মোঃরনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
বগুড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগের ৭ নারীসহ ১৩জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে শহরের গালাপট্টি এলাকার আমির গেস্ট হাউজ থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- রবিউল ইসলাম(২২),
আপেল(৩০), নূর আলম(৩৮), রেজা পাইকার(৫০), সুমন বাবু(৩২), রনি(২৪), শিরিন(২০), বর্ষা(২০), লিজা(২০), সেতু(২১), সাথী(২৬), রিতু(২০) এবং সুমি(৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম আজাদ।ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ৯৯৯ এ কল পাওয়ার পর আমির গেস্ট হাউজ নামে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৩জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category