কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ৫ মাদক সেবনকারি গ্রেফতার !
মোঃরনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
২৯/১২/২০২১ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মৌসুমি আক্তার এঁর নেতৃত্বে সদর থানাধীন এলাকায় মোবাইলকোট পরিচালনা করে গাঁজা, ইয়াবা, চোলাইমদ ও টেপান্ট্রেডল সেবনের অভিযোগে আসামী১) মোঃ সুজন (৩০) পিতাঃ মৃত সিরাজ মিয়া, সাং কাঁঠালিয়া, পোঃ আউশপাড়া,থানাঃ লাকসাম,জেলাঃ কুমিল্লা। ২) দিপক রবিদাস, (২২) পিতাঃ লক্ষীচরণ রবিদাস, সাং পশ্চিম রেইসকোর্স, থানাঃ কোতয়ালী,জেলাঃ কুমিল্লা। ৩) মোঃ কাউছার (২৬) পিতাঃ মৃত ইদ্রিস আলী, সাং শুভপুর, পোঃ মুগলটুলী, থানাঃ কোতোয়ালি, জেলাঃ কুমিল্লা। ৪) মোঃ আলমগীর (২৮) পিতাঃ মৃত শামসু মিয়া, সাং গাসীগ্রাম, পোঃ মিয়াবাজার,থানাঃ চৌদ্দগ্রাম, জেলাঃ কুমিল্লা। ৫) আবুল হোসেন (৩৮) পিতাঃ মৃত আনোয়ার হোসেন, সাং আড়াইওরা, থানাঃ কোতোয়ালি, জেলাঃ কুমিল্লা। নামীয় ৫ জন আসামীকে আটক করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর মোঃ মাহবুবুল আলম ভূঞা, এসআই রূপন কান্তি পাল, তমাল মজুমদারসহ অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন। আসামীদের বিভিন্ন মেয়াদে কারদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।