চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১২ ফুট লম্বা ১৮ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১২ ফুট লম্বা ১৮ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে,পরে সাপটি জঙ্গলে ছেড়ে দেয়া হয় ।
বিকেল আড়াইটার দিকে সোশ্যাল সায়েন্স রিসার্চ সেন্টারে দেখা যায় সাপটি,এ সময় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম সাপটিকে উদ্ধার করে,পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গভীর জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে সাপটিকে,জানা যায়, এটি বার্মিজ পাইথন প্রজাতির সাপ,সাপটি রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুপুর দুইটার দিকে সোশ্যাল রিসার্চ সেন্টারের গ্রিলের সাথে সাপটি পেঁচিয়ে ছিল,তবে, এ সময় সব কিছু ছিল বন্ধ,বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা এসে সাপটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়।