স্বামী স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা,
শিক্ষাতথ্য টিভি
জয়পুরহাটের ক্ষেতলালে স্বামীর পরকীয়ার জেরে স্বামী,স্ত্রী দু’জনেই বিষাক্ত গ্যাস বড়ি খেয়ে আত্ম হত্যার চেষ্ঠা করে। উপজেলার ভাসিলা গ্রামের ইসলাম মিয়ার পুত্র আরমান আলী (৩০) ও তার স্ত্রী মহিমা খাতুন(২৫)। উভয়েকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়৷ শনিবার (১জানুয়ারি) সকাল ১১ টায় ভাশিলা গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় ঘটনার সূত্রে জানা যায়, বিগত পাঁচ বছর পূর্বে ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের ইসলাম মিয়ার পুত্র আরমান আলীর পার্শ্ববর্তী তেলাল মুরারীপুর গ্রামের মনছুর আলী মোল্লার মেয়ে মহিমা খাতুন(২৫) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো।
জানা যায়, উপজেলার মৈয়ম শেরকোল গ্রামের রতনের স্ত্রী জেমি খাতুনের সঙ্গে আরমানের দীর্ঘ দিনের পরকীয়ার সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার রাতে জেমি খাতুনের স্বামী বাড়ীতে না থাকায় ওই সুযোগে ভাশিলা গ্রামের আরমান আলী তার বাড়ীতে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরে। এমন ঘটনায় গ্রামবাসী তাদের দু’জনকে হাতেনাতে আটক করে। আরমান আলীর অভিভাবকদের ডেকে ওই এলাকার মেম্বার তাদের হাতে তুলে দেন।
উক্ত ঘটনায় এলাকায় ব্যপক আলড়ন হলে লোক লজ্জায় ও ক্ষোভে শনিবার (১ জানুয়ারি)
সকাল ১১ টার দিকে প্রথমে স্ত্রী মহিমা খাতুন ইঁদুর মারা গ্যাস বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লে, তা দেখে স্বামীও ভীত হয়ে সেও বিষাক্ত গ্যাস বড়ি সেবন করে, স্বামী স্ত্রী দু’জনেই অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা প্রথমে ক্ষেতলাল স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৪টায় আরমান আলীর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ক্ষেতলাল পৌর কাউন্সিলর আসাদ আলী।