ক্ষেতলালে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
জানা গেছে, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন, ‘ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস’। বাংলা, বাঙালি, স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার সময় ছিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। পরবর্তী সময়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর পূর্ব পাকিস্তান ছাত্রলীগের পরিবর্তে হয় বাংলাদেশ ছাত্রলীগ।
৪ (জানুয়ারী) মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুল আরশ শুভ'র আহব্বানে, ছাত্রলীগের দলীয় কার্যালয়ে সকাল ৭.৩০ এর সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং ৮.০০ এর সময় জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বেলা ১১.৩০ এর সময়
উপজেলা ও পৌর ছাত্রলীগের তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে ক্ষেতলাল সদরের প্রধান প্রধান সড়কে রেলি অনুষ্ঠিত হয়। রেলি শেষে দলীয় আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটার মাধ্যমে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল মজিদ মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি দুলাল মিয়া সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি আবু মুছা কিং, মামুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, বড়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফ আলী মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর সবুর রুবেল, উপজেলা যুব মহিলা লীগের নেত্রী রহিমা তারা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী আশিক রাজু, সাবেক ছাত্রনেতা এস এম ওয়াকিল আহমেদ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায় আব্দুল্লাহ সরদার, জুয়েল, এস.এ কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম মিলন,যুগ্ম আহব্বায়ক সামছুজ্জামান সাজু সহ উপজেলা, পৌর ও ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক প্রমুখ।