জয়পুরহাট পাঁচবিবিতে সাধারন নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন
জয়পুরহাট প্রতিনিধি/
বুধবার (৫ জানুয়ারি) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন ৫ম ধাপের ভোট গ্রহন সকাল ০৮.০০ ঘটিকা থেকে শুরু হয়। ভোট গ্রহণ চলাকালে পাঁচবিবি উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জনাব মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক এবং জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদভূঞা,
এসময় পুলিশ সুপার মহোদয় নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও ভোটারদের সাথে কথা বলেন। ভোটারগণও স্বতঃস্ফূর্তভাবে এবং নির্বিঘ্নে ভোট প্রদান করেছেন বলে জানান। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে পুলিশ সুপার কেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।