জয়পুরহাটের ক্ষেতলালে অসহায় দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন বসুন্ধরা গ্রুপ।
জয়পুরহাট প্রতিনিধি/
৯ (জানুয়ারী) রবিবার বিকেলে ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বসুন্ধরা গ্রুপের কালের কন্ঠ শুভসংঘের উদ্যোগে ৩০০ জন শীর্তাত সহায়তায়দের মাঝে এসব কম্বল বিতরণ করলেন কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিতি ছিলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ,ক্ষেতলাল থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল,রূপালী ব্যাংক ক্ষেতলাল শাখার ম্যানেজার রুহুল আমিন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠ’র শুভসংঘের জয়পুরহাট জেলা সভাপতি তিতাস মস্তফা, কালের কণ্ঠ’র শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান,উপজেলা পরিষদের সি.এ. এস.এম. শওকত,জয়পুরহাট পল্লী বিদুৎ সমিতির সাবেক পরিচালক আব্দুস সবুর চৌধুরী,
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শামীম কাদির, ক্ষেতলাল উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আজিজার রহমান, মানবিক প্রতিবন্ধী কল্যান সংস্থার পরিচালক ও শিক্ষক ফেরদৌসী রানা চৌধুরী, সাংবাদিক আজিজুল, হাসান আলী, আক্তারুজ্জামান তালুকদার, এস.এম.মিলন প্রমুখ।