কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ডিএনসির হাতে ৩৬০০শত ইয়াবাসহ আটক দুই!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
১২/০১/২০২২ তারিখ দুপুর ১৪:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কোতোয়ালি থানাধীন শাসনগাছা রেল গেইট এর পশ্চিম পাশে নবান্ন হোটেলের সামনে।মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১) আরিফা বেগম প্রকাশ মর্জিনা (২২), স্বামী মোঃ সলিমুল্লাহ, পিতা ইমাম হোসেন, সং বালুখালী ওয়ান ব্লক -ডি-৭ক্যাম্প১১ থানা উখিয়া,জেলা কক্সবাজারকে ১৭০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।এছাড়া কোতোয়ালি থানাধীন স্টেশন রোড বিআরটিসি বাস কাউন্টারের সামনে হতে ২) হাসান আলি (১৯), পিতা নাদির হোসেন, মাতা খুরশিদা বেগম সং খালি ওয়ান ব্লক এ ১৫ক্যাম্প F-W, থানা উকিয়া জেলা কক্সবাজার কে ১৯০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা, এসআই তমাল মজুমদারসহ অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।আসামীদ্বয়ের বিরুদ্ধে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়।