টাঙ্গাইলের গোপালপুরে আসন্ন ইউপি নির্বাচনে প্রতিক বরাদ্দ, দিনে জমজমাট ও মুখরিত ছিলো উপজেলা চর্থর ।
৩১ শে জানুয়ারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন ,শুরুতে দেখা যায় মেম্বার প্রার্থী দের প্রতিক বরাদ্দ, দিনে সমর্থক দের নির্বাচনী আমেজ ছিলো মুখরিত, ছিলো মানুষের ভির প্রতিক পাওয়ায় খুশি এবং হাসি ছিলো সবার মুখে।
জানা যায় মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাবু সর্দাগর বলেন আমি নির্বাচিত হতে পারলে এলাকা বাসীর পাশে সর্ব সময় থাকবো । জয়ের আশা করসেন আলমনগর ইউনিয়নের ৫-৬ ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী আব্দুল কুদ্দুস নামে দুই জুন মিতা মিলেছেন মুরগী
নিয়ে প্রতিক জয়ের আশা দুই জনে পাশ করবে একসাথে কাজ করবে দুই মিতা । ধুপাকান্দী ইউনিয়রে ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বারের ছেলে রফিকুল ইসলাম রফিক মেম্বার প্রার্থী সবার দোয়া চান এবং তার বাবার সুবা কাংখীদের ইচ্ছা পুরোনে নির্বাচনে আশা এবং বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশা তার ।