জয়পুরহাটে কালাইয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
আঃ রাজ্জাক জয়পুরহাট/
জয়পুরহাটের কালাইয়ে পাঁচ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করা হয়। এ নিয়ে বুধবার (১৯ জানুয়ারি) শিশুর পরিবার মামলা করেছে। পুলিশ এ ঘটনায় আলিমুদ্দিন (৩৬) নামের এক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আলিমুদ্দিন কালাই উপজেলার বালাইট পশ্চিমপারার শফিরউদ্দীনের ছেলে৷
থানা সূত্রে জানা যায় গত (১৪ জানুয়ারি) বিকেল ৩টার সময় কালাই উপজেলার বালাইট পশ্চিমপাড়ার ওই ব্যক্তি একই উপজেলার গ্রামের পাঁচবছরের একটি শিশুকে একা বাড়িতে পেয়ে ধর্ষন করেন শিশুটির চিৎতকারে তার মা বাড়িতে এলে ধর্ষক আলিমুদ্দিন পালিয়ে যায়৷
শিশুটি তার মাকে জানালে স্বামীকে বিষয়টি জানান পরে থানায় অভিযোগ করেন (১৮ জানুয়ারি) রাতে ওই অভিযোক্তকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে বুধবার শিশুটির বাবা বাদি হয়ে মামলা করেছেন৷
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সাংবাদিকদের বলেন ওই ব্যক্তিকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের সময় পালাতে গিয়ে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে আদালতে পাঠানো হবে।
ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে গত বুধবার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।