জয়পুরহাটে প্রতারনা ও জালিয়াতির মামলায় কালাই পৌরকাজী কারা গারে
জয়পুরহাট প্রতিনিধি।
জয়পুরহাটের কালাই পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার এন্ড কাজি অাব্দুল করিমকে ব্যাংকের চালান জালিয়াতি ও প্রতারনা মামলার জিঃ আর নং ৪০/৪০ ধারা ৪৬৭৫৬৮/৪২০/ ৩৪/পেনাল কোর্ড ১৮৬০ এজহারে অভিযোক্তকে (১৯ জানুয়ারি) জয়পুরহাট সদর থানায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।
গ্রেফতারকৃত নিকাহ রেজিষ্টার আঃ করিম কালাই উপজেলার আলু পট্টি নামা বাজার মৃত্য হারেজ উদ্দের ছেলে৷
মামলা সূত্রে জানা যায় সম্প্রতি জয়াপুরহাট ২য় যুগ্ম দায়রা জজ অাদালতের একটি মামলা কয়েদি আসামি সোহেল রানার জামিন করার জন্য অাইনজীবিকে ভুয়া চালান সৃষ্টি করে অাব্দুল করিম নামের ওই প্রতারক৷ পারভীন বেগম ও অালম বাবু ওরফে নসু বাবু ওরফে মুরাদ ব্যাংক চালান জালিয়াতি ও প্রতারনা করে তাদের সহযোগী সাজাপ্রাপ্ত অাসামী সোহেল রানার জামিনের জন্য (চৌদ্দ লক্ষাধিক) টাকার ভুয়া চালান দেখাইয়া জামিন করাইয়া নেয়। পরবর্তীতে জালিয়াতির বিষয়টি অাইনজীবি নজরে এলে এ্যাডঃ অানিছুর রহমান বাদী হয়ে গত (১৯ জানুয়ারি) জয়পুরহাট সদর থানায় তিন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে ওইদিন অাব্দুল করিম কে গ্রেফতার করেন সদর থানা পুলিশ৷
জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান সাংবাদিকদের বলেন এই মামলায় এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী আঃ করিমকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। বাঁকী আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।