ধনবাড়ীর মুশুদ্দিতে অসহায় দরিদ্র মানুষের মাঝে কৃষিমন্ত্রীর পক্ষে কম্বল বিতরণ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির পক্ষে এলাকার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কৃষিমন্ত্রীর নিজ গ্রাম মুশুদ্দিতে ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশীদ হীরার সহায়তায় কৃষিমন্ত্রীর পক্ষে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলী।
এ কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন, ডা: জমির উদ্দিন, মুশুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলী মাষ্টার, সাধারণ সম্পাদক আনছার আলী, বেসরকারী সংস্থা প্রজাপতির চেয়ারম্যান লাভলী ইয়াসমিন, আরাফাত হোসাইন লাম প্রমুখ।
উল্লেখ্য, গত এক সপ্তাহ যাবত এ অঞ্চলে শীত জেঁকে বসেছে। এতে করে অসহায় দরিদ্র, নিম্ন আয়ের মানুষ শীতে ভুগছেন। এসব নিম্ন আয়ের দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা ও উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমনের সহায়তায় মাননীয় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির পক্ষে এ কম্বল বিতরণ করেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলী।