পাটগ্রামে অসহায় মানুষের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
মেহেরুবান হাবিব,নিজস্ব প্রতিনিধিঃ
একদিকে মহামারি করোনা, অন্যদিকে তীব্র শীতে কষ্ট পাচ্ছে সুবিধা বঞ্চিত শিশু ও ছিন্নমূল মানুষেরা। এবার তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার।
দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং গরীব-অসহায় মানুষ শীতে কাতরাচ্ছে। এমন সময়ে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্রও কম্বল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলার কৃতিসন্তান
জননেতা মোঃ আনোয়ারুল ইসলাম (রাজু)
লালমনিরহাট জেলা শাখার সম্মানিত আমীর প্রভাষক আতাউর রহমান,জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মোঃ শাহা আলম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম উপজেলা আমীর কাজী আবুল কালাম আজাদ,পাটগ্রাম ইসলামি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুল ইসলাম,জামায়াতে ইসলামী বুড়িমাড়ি ইউনিয়নের আমীর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক,
১নং শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য জামায়াত নেতা মোঃ ফরহাদ হোসেন লিটন-সহ উপজেলার সকল নেতৃবৃন্দ।