হাতীবান্ধা উপজেলায় পূর্বশত্রুতার ঘরে আগুন, আটক ২
মেহেরুবান হাবিব,নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে এক সনাতন ধর্মালম্বীর ঘর ও খড়ের গাদায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় মারপিটেরও অভিযোগ উঠেছে রফিকুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণ কুমার রায়। পুলিশ ওই ঘটনায় নুর ইসলাম ও জুয়েল নামে দুইজনকে আটক করে বুধবার সকালে জেলহাজতে প্রেরণ করেছে। গত ৩১ জানুয়ারি দুপুরে ওই উপজেলার পূর্ব কাদমা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই এলাকার গিরিজয় চন্দ্র বর্মণের ছেলে কৃষ্ণ কুমারের সঙ্গে প্রতিবেশী আব্দুস ছাত্তারের ছেলে রফিকুল ইসলামের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত ২৬ জানুয়ারি কৃষ্ণ কুমার ও রফিকুল ইসলামদের মধ্যে মারামারি হয়। মারামারিতে তিনজন আহত হয়। একই ঘটনার জের ধরে গত ৩১ জানুয়ারি উভয়পক্ষের মাঝে আবারও মারামারির ঘটনা ঘটে। ওই মারামারিতে কৃষ্ণ কুমারের মা শোভা রানীসহ আরও চারজন আহত হন।
কৃষ্ণ কুমারের অভিযোগ, রফিকুল ইসলাম তার খড়ের গাদা ও একটি ঘরে আগুন ধরিয়ে দেন। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
এ ঘটনায় কৃষ্ণ কুমার বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রফিকুল ইসলামের বড় ভাই নুর ইসলাম ও তার ছেলে জুয়েলকে আটক করে পুলিশ। পরে বুধবার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইতোমধ্যে দুইজন আসামিকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।