জয়পুরহাটে অসময়ে বৃষ্টি হওয়াই অালু- সরিষার ব্যাপক ক্ষতি
জয়পুরহাট প্রতিনিধি-
জয়পুরহাট জেলার পাঁচ উপজেলার চাইতে সবচেয়ে বেশী অালুচাষ হয়েছে কালাই উপজেলায়। উপজেলায় এবার অালুচাষ হয়েছে ১১হাজার একশত পচাত্তর হেক্টর জমিতে আলু চাষ৷ অার বিভিন্ন জাতের সরিষা চাষ হয়েছে চারশত পঁচাত্তর হেক্টর জমিতে উপজেলার প্রায় সব অাবাদি অালু ও সরিষা ক্ষেত পানিতে ডুবে গেছে। কালাই উপজেলা অাহম্মেদাবাদ ইউনিয়নের সুড়াইল গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন অামি ৫ বিঘা অালু চাষ করেছি সবই পানিতে তলিয়ে গেছে অালুতে যা খরচ করেছি তার অর্ধেক টাকার অালু বিক্রি করতে পারবো না। ঝামুটপুর গ্রামের কৃষক ওয়াহেদুল ইসলাম, ধাপপাড়া কৃষক নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন যেসব অালু সেচ দিয়েছে ঐসব অালুর ক্ষতির সমম্ভনা বেশী।
কালাই উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান বলেন হঠাৎ করেই প্রাকৃতিক অাবহাওয়া খারাপে যেসব অালু-সরিষা ক্ষেতে পানি জমে অাছে সেসব পানি দ্রুত নিস্কাশনের ব্যবস্থা করতে পারলে কৃষকের অাবাদি ফসলের তেমন ক্ষতি হবেনা। উপজেলার সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে পুনট ইউনিয়নের অালু চাষিরা বলে জানা গেছে।