জয়পুরহাট কালাইয়ে সাংবাদিক অাজহারুল ইসলামের স্বরনে- দোয়া মাহফিল
জয়পুরহাট প্রতিনিধি-জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক মরহুম অাজহারুল ইমলামের ইন্তেকালে তার রুহের মাগফিরাত কামনা সহ প্রয়াত সাংবাদিক অাবুল কালাম অাজাদ, রেজাউননবী, ইকবাল হোসেন, বেনজীর অাহমেদ,অফির উদ্দিন, মাজেদুর রহমান মিঠুর স্মরনে কালাই উপজেলা উপজেলা প্রেসক্লাবের অায়োজনে গত (৩ ফ্রেব্রুয়ারী) বৃহস্পতিবার বিসমিল্লাহ রেস্টুরেন্ট এক দোয়া মাহফিল প্রেসক্লাবের সভাপতি অামিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি মুনছুর রহমান, সদস্য নুর মোহাম্মদ, সামসুল অালম, রাব্বিউল হাসান রমি। দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ অাব্দুল করিম।