জয়পুরহাট প্রতিনিধি/
জয়পুরহাট ক্ষেতলালে “সত্যের সন্ধানে নির্ভীক” এই প্রতিপাদ্যে দৈনিক যুগান্তর পত্রিকা ২৩ বছরে পর্দাপন।
এ উপলক্ষে (৪ ফেব্রুয়ারী) শুক্রবার বিকেল ৫ টায় ক্ষেতলাল পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ এর হলরুমে যুগান্তর প্রতিনিধি হাসান আলীর সভাপতিত্বে দোয় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথি বৃন্দ। ক্ষেতলাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি, মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠেয় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, মেয়র সিরাজুল ইসলাম বুলু, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ মোল্ল, হুইপ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির ব্যক্তিগত রাজনৈতিক সহকারী এসএম মোরশেদ, ক্ষেতলাল প্রেস ক্লাবের সহ-সভাপতি আজিজার রহমান, বেজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা চৌধুরী, ক্ষেতলাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলুব হোসেন, ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আবু মুসা কিং, ক্ষেতলাল পৌর যুবমহিলা লীগের সভানেত্রী
শেখ রহিমা তারা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, নজরুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক একরামুল
ইসলাম উজ্জল, আনম রুহুল আমিন চিশÍী, মামনুর রশীদ পান্না, আব্দুল হাই মিলন, শাহিনুর রহমান, ঠিকাদার বেলাল হোসেনসহ দৈনিক যুগান্তরের পাঠক ও শুভাকাঙ্খীগণ।