শালিখায় পরকীয়ায় সন্তান রেখে প্রেমিকের হাত ধরে পালালো গৃহবধূ
মোঃরনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরার শালিখায় প্রেমের টানে ০৪ বছরের কন্যা সন্তান রেখে প্রেমিকের হাত ধরে পালিয়েছে এক গৃহবধূ।ঘটনাটি ঘটেছে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের( বয়রা) নামক গ্রামের মোঃমতিয়ার শিকদারের ছেলে হারুনের স্ত্রী তানিয়া হঠাৎ হারিয়ে যায়,অনেক খোজাখুজি করে না পেয়ে উক্ত থানায় একটি নিখোঁজ জিডি করে হারুনের পরিবার যার নং৮৪।এদিকে হারুনের সন্দেহ হয় একই গ্রামের মোঃছমির মোল্যার ছেলে( বন্ধু) ইমারুলকে। এবিষয় নিয়ে এলাকায় গুনজন শুরু হলে প্রাথমিকভাবে ইমারুল স্বীকার করে বলে জানান হারুন।সরেজমিনে প্রেমিক ইমারুলের বাড়িতে গেলে সাংবাদিক উপস্থিতি টের পেয়ে তারা গা ঢাকা দেয় এবং প্রেমিক ইমারুলের মা ও তার স্ত্রী মুক্তা খাতুনের নিকট বিষয়টি জানতে চাইলে ইমারুলের স্ত্রী ২বছর বয়সে পুত্র সন্তান কে কোলে করে অনেকটা আবেগময় কন্ঠে বলেন আমিও শুনেছি।আমার স্বামী তার বন্ধুর বৌ কে নিয়ে পালিয়েছে সবাই বলছে আমি ৫বছর ধরে সংসার করছি তার বলে কেঁদে এড়িয়ে যান।এবিষয়ে প্রেমিক ইমারুলের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনা সত্য বন্ধু হারুনের স্ত্রী তানিয়া আমার নিকট ছিলো আমি তাকে গত ০৩/০২/২০২২ ইং তারিখে তার মা এর কাছে রেখে এসেছি কিন্তুু এখন তার মোবাইলে যোগাযোগ করলেও কোন খোজ পাচ্ছি না তার।এদিকে পরকীয়ার প্রেমিকের হাত ধরে পালানো গৃহবধূ তানিয়া’র সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে গৃহবধূ তানিয়ার স্বামী হারুন আরো বলেন,এর আগেও আমি অনেকবার তাদের মোবাইলে কথোপকথন নিজ হাতে ধরেছি,এবং মোবাইল ফোন সেটটি গোপনে কথা বলার জন্য ইমারুল ক্রয় করে দিয়েছিলো যা স্ত্রী তানিয়া গোপনে রেখে ইমারুলের সাথে পরকীয়া চালিয়ে যেতো।এই পরকীয়ার কেলেংকারির বলি হলো আমার ০৪বছরের কন্যা সন্তান এমন যেন কারোর সংসারে কারো বন্ধু আঘাত না করে দাবি ভুক্তভোগী স্বামী হারুনের।