জয়পুরহাট পাঁচবিবি উপজেলার ০২টি ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড
জয়পুরহাট প্রতিনিধি/
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পুলিশের আয়োজনে পাঁচবিবি থানা প্রাঙ্গনে (৬ ফ্রেব্রুয়ারি) রবিবার আগামী ০৭ ফেব্রুয়ারী ২০২২ খ্রি. ৭ম ধাপে পাঁচবিবি উপজেলার ০২টি (কুসুম্বা ও আওলাই) ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।
ব্রিফিং প্যারেডে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ ও আনসার সদস্যদের অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই) সকল অফিসার/ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদানসহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল), জয়পুরহাট, জনাব মোঃ শাহেদ আল মামুন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), জনাব পলাশ চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, পাঁচবিবি থানা, জয়পুরহাটসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ।