জয়পুরহাট ক্ষেতলাল থানা চত্বরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিলেন উদ্দীপন সংস্থা
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশ সদস্যদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি ও বিনা খরচে প্রয়োজনীয় চিকিৎসা সেবা/পরামর্শ দেওয়ার লক্ষ্যে উদ্দীপন এনজিও হেলথ স্বাস্থ্য সেবা ক্যাম্পের কার্যক্রম করেছে।
১৯ (ফেব্রুয়ারী) শনিবার সকাল ১১ টার সময় ক্ষেতলাল থানা চত্বরে এই কার্যক্রমটি শুরু হয়। দিনব্যাপী এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের শুরুতে উপস্থিত থেকে স্বাস্থ্য পরিক্ষা করেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নীরেন্দ্রনাথ মন্ডল। পরে একে একে ক্ষেতলাল থানার সকল পুলিশ সদস্যদের স্বাস্থ্য সেবা প্রদান করেন উদ্দীপন সংস্থার স্বাস্থ্য কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উদ্দীপন সংস্থার শাখা ব্যবস্থাপক নুরুল ইসলাম, সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আয়েশা সিদ্দিকা, হিসাব রক্ষক রাসেল খান।
এ বিষয়ে ওসি নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, এটি একটি সেবামূলক কার্যক্রমে আমি সহ আমার থানার সকল পুলিশ সদস্যরা স্বাস্থ্য সেবা পরিক্ষা করেছি আমরা তাদের কার্যক্রমকে স্বাগত জানাই।