পটুয়াখালীতে শীত উষ্ণতায় শীতবস্ত্র বিতরণ
পটুয়াখালী প্রতিনিধি।।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আনোয়ার হোসেন (বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক সহকারী শিক্ষক, দক্ষিন তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়)। বিশেষ অতিথি হিসেবে মোঃ বাবুল কাজী ও মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন। কে. এম. জাহিদ হোসেন (সভাপতি, ইয়ুথ পাওয়ার, পটুয়াখালী) এবং মোঃ শাহিন আলম, মোঃ রাকিব হোসেন ও সাব্বির কাজী সহ টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একশত সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতের উপহার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু শীতবস্ত্র বিতরণে আমাল ফাউন্ডেশন সীমাবদ্ধ নয়, মেধাবী ও দরিদ্র ছাত্রদের শিক্ষায় সহযোগীতা, অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি, কোভিড-১৯ এর সময় সাধারণ মানুষ এর মধ্যে মাক্স বিতরণ, ফ্রী অক্সিজেন সেবা, ক্ষুদ্র কর্মসংস্থান সৃষ্টি, অভাবী মানুষের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আমাল ফাউন্ডেশনের টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন সুন্দরভাবে বিতরণ কাজ পরিচালনা ও সুন্দর আয়োজন করার জন্য। সেই সাথে আগামীতে এই ধরনের আরও সমাজসেবামূলক কার্যক্রমে এলাকার বিত্তশালী ও পরোপকারী সকলের অংশগ্রহণের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা যেন আরও বেগবান হয় এই আশাবাদ ব্যক্ত করেন।