টাঙ্গাইলের মধুপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত
আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা, ভাষণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মধুপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মধুপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের পর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্বার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, বীর মুক্তি যোদ্ধা আঃ হালিম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভার পূর্বে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ভাষণ সম্প্রচার করা হয়।
ওই অনুষ্ঠানে ভাষণ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও নৃত্য প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।