ক্ষেতলালে দূর্যোগ প্রস্তুতি দিবসে র্যালী ও মহড়া অনুষ্ঠিত
(জয়পুরহাট) প্রতিনিধিঃ
“মুজিববর্ষের সফলতা , দূর্যোগ প্রস্তুতিতে গতীশলতা” প্রতিপাদ্যে জয়পুরহাটের ক্ষেতলালে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা শেষে ভুমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। মহড়াস্থলে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক শাহ, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মনোজ কুমার দাস, সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিনুর রহমান, হিসাব কর্মকর্তা রিপন আহমেদ, বড়াইল ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর, আওয়ামী লীগ নেতা গোলাম মহিউদ্দীন, উপজেলা ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা লিডার তৌহিদুল ইসলাম প্রমুখ।