জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত
জয়পুরহাট প্রতিনিধি/
জয়পুরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার আহত মলি আক্তার নামে এক কলেজ ছাত্রী। কলেজ যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন৷
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল নয় টার দিকে কলেজের উদ্দেশ্য ভাবকি মোরের সামনে নিশ্চিতা টু ইটাখলা সরকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষথী ক্ষেতলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের (একাদশের) ২০২১-২২শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আহত ওই কলেজ ছাত্রী কলাই উপজেলার উত্তর ভাবকি মাহফুজার রহমানের, মেয়ে, মলি অন্যান্য দিনের মতো আজ সকালে ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে যাওয়ার পথে ওই কলেজ ছাত্রী। অটোরিকশার জন্য দাড়িয়ে ছিল এমন সময় অপর দিক থেকে আসা ঢাকা মেট্রো ট- ১৮- ৩৪১৯ সেই ঘাতক ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ওই কলেজছাত্রী। দ্রুত স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন ।
তার অবস্থা এতটাই আশঙ্কাজনক ওই কলেজ ছাত্রীকে কর্মরত চিকিৎসকেরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ওই কলেজ ছাত্রীর পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে জানান ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকরা।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক বলেন ঘাতক ট্রাকটি কে জব্দ করা হয়েছে তবে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।