পাটগ্রাম সীমান্তের ভারতে গণপিটুনিতে এক বাংলাদেশি নিহত
মেহেরুবান হাবিব,
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তের ওপারে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার এলাকায় গরু পারাপার করতে গিয়ে গণপিটুনিতে রেজাউল করিম (৩০) নামে এক বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার রাত ৮ টা থেকে ৯ টার মধ্যে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল জগৎবেড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াবাড়ি এলাকার মনসুর আলীর ছেলে বলে জানা গেছে।
এ সময় বাবু (২৫) নামে এক যুবককে বিএসএফ আটক করেছে বলে জানা যায়। তার বাড়ী পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট এলাকায়। বাবার নাম বেলাল হোসেন।
সীমান্তবর্তী লোকজন জানান, বুধবার রাত ১০ টার দিকে ওই সীমান্তে চিৎকার চেচামেচি শোনা যায়। ভারতীয় গরু আনতে বাংলাদেশ-ভারত নো ম্যান্স ল্যান্ডে যান ৭/৮ জনের একদল গরু ব্যবসায়ী।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ করে গুলি চালালে দিশেহারা হয়ে তারা ভারতের একটা পাড়ায় ঢুকে পড়েন। গরু চোর সন্দেহে জণগনের গণপিটুনির শিকার হয়ে রেজাউল করিম নিহত হয়েছেন বলে এবং জুম্মান বাবু নামে অপর একজন যুবক আহত হওয়ার খবর পাওয়া যায়।
অন্যেরা পালিয়ে আত্মগোপন করেন। বিএসএফ আহত বাবুকে আটক করে এবং রেজাউল করিমের লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করেন। এদিকে, ওপার থেকে কেউ একজন বাংলাদেশি গরু ব্যবসায়ীদের জানান যে, রেজাউল নয় বাবু মারা গেছেন।তবে এর সতত্যা মিলেনি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র শমসেরনগর কোং কমান্ডারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে কোন কথা বলতে রাজি হননি।
রংপুর ৬১ বিজিবি (তিস্তা ২) ব্যাটালিয়ন কর্তৃক পরে বিস্তারিত জানানো হবে বলে বিওপি সুত্র জানান।