জয়পুরহাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজিত
জয়পুরহাট প্রতিনিধি/
জয়পুরহাট সার্কিট হাউজ মাঠ প্রাঙ্গনে (১৯ মার্চ) জেলা প্রশাসন, জয়পুরহাট এর আয়োজনে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা, পুলিশ সুপার, জয়পুরহাট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক, জয়পুরহাট। উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা বক্তব্যের প্রথমে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের জন্য অতল শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে আমাদের বাঙ্গালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠতম অর্জনের পিছনে আপনারা হলেন মূল কারিগর, নেপথ্য নায়ক। আপনাদের আত্মত্যাগ ব্যতীত আমরা আজকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না, বাঙ্গালি জাতি হিসেবে পরিচয় দেওয়ার যে গর্বটুকু সেটা করতে পারতাম না। এই অর্জনের পিছনে মূল কারিগর কিন্তু আপনারা। তাই আপনাদের প্রতি আমাদের যে ঋণ সেটা সারা জিবনেও শেষ করা যাবে না। আমরা সব সময় আপনাদের প্রতি ঋণী এবং আমরা চেষ্টা করব জাতির শ্রেষ্ঠ সন্তানরা যত দিন বেঁচে থাকবে তাদের সেবা করার মাধ্যমে ঋণটা শোধ করার। আমি পুলিশ সুপার হিসেবে যোগদানের পর মুক্তিযোদ্ধাদের সম্মেলন হয়েছিল সেখানেও বলেছি শুধু আমার অফিস নয় আমাদের যেকোনো থানা এবং পুলিশি সেবার ক্ষেত্রে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সব সময় অগ্রাধিকার দেব এবং আমি এখন পর্যন্ত আমার কমিটমেন্ট রেখে যাচ্ছি। এছাড়াও তিনি বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আরো অনেক কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে জনাব এস এম সোলায়মান আলী, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ জয়পুরহাট, জনাব মোঃ জাকির হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট জেলা শাখা, জনাব মোঃ আমজাদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জয়পুরহাট জেলা শাখা, জনাব মোঃ আফসার আলী মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জয়পুরহাট সদর উপজেলা জয়পুরহাট, জনাব মোঃ নজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আক্কেলপুর উপজেলা জয়পুরহাট, জনাব মোঃ মোকসেদ আলী মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ক্ষেতলাল উপজেলা জয়পুরহাট, জনাব মোঃ মোমিন আহমেদ চৌধুরী, বিজ্ঞ জিপি ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট জেলা শাখা, জনাব নৃপেন্দ্রনাথ মন্ডল,পিপি,জয়পুরহাটসহ আরো জয়পুরহাট পাঁচ উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।