সাংবাদিক মানিক লাল দত্ত ও সপরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন
মেহেরুবান হাবিব
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সাংবাদিক মানিক লাল দত্ত (৪২)। তিনি জলঢাকা উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। মানিক তার দুই ছেলেকে নিয়ে মুসলমান হন। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে বিষয়টি জানাজানি হয়।
জানা গেছে, মানিক তার দুই ছেলেকে নিয়ে গত ১৬ মার্চ ‘বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয়’ নীলফামারী’র মাধ্যম ‘এফিডেভিট’ সম্পন্ন করেন।
পরদিন বৃহস্পতিবার দুপুরে তিনি বিষয়টি জানান। নাম পরিবর্তন করে মোঃ মাহাদী হাসান (মানিক)।
এছাড়া বড় ছেলে শ্রী অর্ণব দত্ত (১৫) নতুন নাম দিয়েছেন মোঃ মাহমুদ হাসান (অর্ণব)। ছোট ছেলে শ্রী সূর্য দত্ত (৭) এর নাম মোঃ মাহতাব হোসেন (সূর্য)। মানিক এবং তার দুই ছেলে অর্ণব এবং সূর্য ১০০টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন।