ধনবাড়ীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ধনবাড়ী প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে (গতকাল/আজ) শনিবার উপজেলা
প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে-সাথে ৩১
বার তোপধ্বনি, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড্ডয়ন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভাসহ নানা আয়োজন দিবসটি পালিত হয়।
এছাড়াও প্রসাশন, উপজেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ
নানা সংগঠন বিশাল র্যালি নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
নওয়াব ইনস্টিটিউট মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সময় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হযরত আলীসহ অনেকেই।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, সুধিজনরা উপস্থিত ছিল।