কুড়িগ্রামে টিসিবির পণ্য যাচ্ছে স্বচ্ছলদের ঘরে !
মোঃ রনি আহামেদ রাজু স্টাফ রিপোর্টার
টিসিবির পণ্য জন্য মেম্বার আইডি কার্ড নেছে, মোবাইল নাম্বারও নিছে কিন্তু কার্ড দেয় নাই। আমরা নাকি টিসিবির মাল কিনতে পারবো না । এভাবেই কথাগুলো বলছিলেন,কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ৮নং ওর্যাডের মিল পাড়া এলাকার ভুমিহীন মোঃ নামদেল আলীর স্ত্রী মিনু বেগম (৩৫)।তিনি বলেন, গরিব মানুষ হইলে যা হয়। মাল না দায় নাই মাথার উপর আল্লাহ আছে তাঁই দেখবে। আমার মতো অনেকেই টিসিবির মাল পায় নাই। তাদের চললে আমারও চলবে।পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রোববার (২৭ মার্চ) সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলার পাচঁগাছী ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে পণ্য নিতে এসে ক্ষোভ প্রকাশ করেছে অনেকে।সরেজমিনে দেখা যায়, পাঁচগাছী ইউনিয়ন পরিষদ মাঠে টিসিবির পণ্যবাহী ট্রাক ঘিরে টিসিবি কার্ড ধারী উৎসুক জনতার ভিড় ভিড়। এদের মধ্যে দুঃস্থ পরিবারের মুখ চোখে পরলেও স্বচ্ছল ব্যক্তিদের কোনঠাসায় পরে আছে অস্বচ্ছলদের অবস্থান।অনেক দুঃস্থ পরিবারের সদস্য কার্ড না পেয়ে জ্বল জ্বল চোখে দাড়িয়ে আছে ট্রাকের দিকে। টিসিবির পণ্য না পাওয়ায় অনেকে আক্ষেপ প্রকাশ করছেন। এবিষয় জানতে চাইলে সদরের পাঁচগাছী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন সরকার বলেন, আমরা টিসিবির পণ্য দুঃস্থ পরিবারকেই দিচ্ছি। স্বচ্ছল পরিবার পাওয়ার কোন সুযোগ নাই।এবিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল হাসান জানান, টিসিবির পণ্য দুঃস্থ ও অস্বচ্ছল পরিবারেই পাচ্ছে। যদি কোন দুঃস্থ পরিবার না পেয়ে থাকে আমাদের অভিযোগ দিলে আমরা প্রয়োজনীও ব্যবস্থা নিবো।