রাজবাড়ীতে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার দুই!
মোঃ রনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
অদ্য ২৯/০৩/২০২২ ইং তারিখ সময় আনুমানিক ০৮.০০-০৯.০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ ঘাট থানাধীন গোয়ালন্দ পৌরসভা ওয়ার্ড ০৪, জুরান মোল্লা পাড়াস্থ ১ নং আসামীর দক্ষিণ দুয়ারী সেমিপাকা পাচ কক্ষ বিশিষ্ট বসত ঘরের পশ্চিম পাশের রান্না ঘর থেকে ১ নং আসামী মুনিয়া বেগম(৪৩), স্বামী: রশিদ শেখ, সাং জুরান মোল্লার পাড়া, গোয়ালন্দ পৌরসভা, ওয়ার্ড ০৪, থানা: গোয়ালন্দ ঘাট, জেলা: রাজবাড়ী ও ২ নং আসামী মো: রেজাউল শেখ ওরফে শান্ত(৩৭), পিতা মৃত জনাব আলী, সাং জুরান মোল্লার পাড়া, গোয়ালন্দ পৌরসভা, ওয়ার্ড ০৪, থানা: গোয়ালন্দ ঘাট, জেলা: রাজবাড়ী কে ০৫(পাচ) গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। । আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারনির ক্রমিক নং ৮(ক)/৪১ ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মোট মূল্য ৫০,০০০/-(পঞ্চাশ) হাজার টাকা।