জয়পুরহাট ক্ষেতলালে ব্যবসায়ীর টাকা আত্মসাৎ
(জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার এলাকা থেকে এক ব্যবসায়ীর তিন লাখ ষাট হাজার টাকা সহ লা-পাত্তার অভিযোগ উঠেছে পৌর এলাকার আবু প্রামানিকের ছেলে ইসলাম প্রামানিক (৩৮) এর বিরুদ্ধে।
ঘটনা সূত্রে জানা গেছে, ২৮ জুন (সোমবার) বিকেল ৩টায় বটতলী বাজারে দুই হাজার কেজি পাকিস্তানি পোল্ট্রি মুরগী দেওয়া কথা বলে এক মুরগী ব্যবসায়ীর ৩ লাখ ৬০ টাকার একটি ইসলামী ব্যাংক লিমিটেডের একটি চেক ও নগদ এক লাখ তিরিশ হাজার টাকা সহ মোট ৪ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তোলেন বগুড়ার মহাস্থান জাদুঘর এলাকার ঘাগুরদুয়ার গ্রামের বেলাল উদ্দিনের ছেলে মুরগী ব্যবসায়ী দেলোয়ার হোসেন।
মুরগী ব্যবসায়ী দেলোয়ারের দেওয়া তথ্যমতে, অভিযুক্ত ওই ব্যক্তি উপজেলার ক্ষেতলাল পৌর এলাকার তিলাবদুল হিমাদ্রিপাড়া এলাকার আবু প্রামানিকের ছেলে ইসলাম প্রামানিক (৩৮)।
মুরগী ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান- এর আগে এ মাসের ২০ তারিখে ক্ষেতলালের ইসলাম প্রামানিক নামে ওই মুরগী ব্যবসায়ীর সাথে এক পিকআপ মুরগী ক্রয়-বিক্রয় হয় আমার; পরবর্তীতে তিনি ২৮ মার্চ (সোমবার) বেলা ১১টায় আবারও দুই হাজার কেজি মুরগী কিনতে ০১৭২৮০০৪৬৮১ মোবাইলে ইসলাম প্রামানিকের সাথে ২৪২ টাকা কেজি দরে মুরগী ক্রয়ের কথা পাকাপোক্ত হয় ব্যবসায়ী দেলোয়ারের। তাঁর কথানুযায়ী ওইদিন বিকেলে বটতলী বাজারে মুরগীর পিকআর ও টাকা সহ পৌঁছাই। সেখানে পৌঁছালে ইসলাম প্রামানিক আমাকে বলেন যে, মুরগী তো এখানে নেই! পাঁচবিবি এলাকায় মুরগী আছে! আপনি আমাকে আপনার কাছে থাকা চেক দিয়ে আপনারা গাড়ী নিয়ে পাঁচবিবি চলে যান। আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছি।
এই বলে ব্যবসায়ী ইসলাম প্রামানিকের কথানুযায়ী পাঁচবিবি এলাকায় পিক-আপ নিয়ে রওনা দেন দেলোয়ার। পথেই ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা থেকে ব্যাংক কর্তৃপক্ষ ফোন করে আমাকে টাকা উত্তোলনের বিষয়টি জানালে; আমি টাকা দিতে বলি। এরপর পাঁচবিবি এলাকায় পৌঁছে ইসলাম প্রামানিককে ফোনে মুরগীর খামারের সন্ধান জানতে চাইলে তিনি আমাদের ভূল ঠিকানায় পাঠিয়ে তাঁর ব্যবহৃত ফোন বন্ধ করে দেন।
এবিষয়ে জানতে ব্যবসায়ী ইসলাম প্রামানিকের সাথে মুঠোফোন বন্ধ পেয়ে এবং তার বাড়িতে গিয়ে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে জানতে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াসদানী’র সাথে কথা বলা হলে তিনি বলেন, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।