গৃহবধুকে ধর্ষনের অভিযোগে আটক ২
আঃ রাজ্জাক জয়পুরহাট প্রতিনিধি: ১লা এপ্রিল, ২২ইং
জয়পুরহাটে একজন গৃহবধু (৫০) ধর্ষনের অভিযোগে সেনেটারী মিস্ত্রী জাবেদ হোসেন (২৮) ও তার সহকারি তৌফিক হাসান (২৩) নামে দুইজন যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে জেলার পঁাচবিবি উপজেলার বাগজানা এলাকায় তাদের আটক করা হয়।
আটককৃত হলেন, ওই উপজেলার শেকটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে জাবেদ হোসেন (২৮) ও রফিকুল আলমের ছেলে তৌফিক হাসান(২৩) বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলায় বাগজানা ইউনিয়নের ডাঙ্গা থেকে ওই গৃহবধু স্বামীর বাড়ী ছোট্ট ডাঙ্গা আসতেছিল। আসার পথে প্রতিবেশি ভাতিজা একই এলাকার শেকটা গ্রামের জাবেদ ও তৌফিকের সাথে দেখা হয়। উভয়ে ছোট্ট ডাঙ্গা দিকে গল্প-গুচ্ছ করতে করতে যাচ্ছিল। সে সময়ে রাস্তায় কেউ না থাকার সুযোগে ওই গৃহবধুকে রাস্তার পাশে ফেলে জোরপূর্বকভাবে জাবেদ ও তৌফিক পালাক্রমে ধর্ষন করতে থাকে। ওই সময়ে রাস্তা দিয়ে একজন মটর সাইকেল আরোহী রাস্তা দিয়ে আসিতে দেখিলে আমাকে ফেলে পালিয়ে যায়। ঘটনা স্থানীয় মেম্বার কাউসার মুঠোফোনে জানানো হয়। এ ব্যাপারে শুক্রবার একটা মামলা দায়ের করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। জাবেদ ও তৌফিক নামে দু’জন আটক করা হয়েছে। শুক্রবারে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।