জয়পুরহাট ক্ষেতলালে ইউএনও'র প্রেস কনফারেন্স
(জয়পুরহাট) প্রতিনিধি:
ক্ষেতলাল উপজেলার ভূমি ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের বাড়ী প্রদান উপলক্ষে প্রেস কনফারেন্সের করলেন নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ। রোববার বিকেল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে সারাদেশে ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাঝে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত বাড়ি আগামীকাল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিটি বাড়ীর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। ২ শতাংশ জায়গার উপর একটি বাড়ী ও জমির দলিল হস্তান্তর করবের তিনি। যেখানে ক্ষেতলাল উপজেলার তালিকাভুক্ত ৪২ জন ভূমিহীনের মধ্যে ১৭ জন গৃহহীন পরিবারের মাঝে এ বাড়ি প্রদান করা হবে। উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান। ক্ষেতলাল উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।