জয়পুরহাটে কালাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১
আঃ রাজ্জাক জয়পুরহাট৷ প্রতিনিধি/২৯/২২
জয়পুরহাটের কালাই উদয়পুর এলাকা থেকে ৭০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালাই থনা পুলিশ বৃহস্পতিবার রাতের (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাশিপুর খারিয়া বড় ব্রীজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইউনুস মন্ডল (৪৫), মান্দাই গ্রামের মৃত মকবুল মন্ডলের ছেলে৷
কালাই থানার এস আই সালেক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নজরুল ইসালাম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়৷
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে আজ শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।