জয়পুরহাট ক্ষেতলাল থানায় “ওপেন হাউজ ডে ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত
আঃ রাজ্জাক জয়পুরহাট৷
শনিবার (
৩০এপ্রিল) ক্ষেতলাল অফিসার ইনচার্জ রওশান ইয়াজিদনী এর সভাপতিত্বে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা পুলিশের আয়োজনে সাধারণ জনগন ও থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সাথে উন্মুক্ত মতবিনিময় করার লক্ষ্যে ক্ষেতলাল থানা প্রাঙ্গনে "ওপেন হাউজ ডে ও ইফতার মাহফিল" অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছুম আহাম্মদ ভূঞা, পুলিশ সুপার, জয়পুরহাট।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থানা এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন। পুলিশ সুপার বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পুলিশ সুপার উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে আরো বলেন, ওপেন হাউজ ডে-এর কারনে পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি পায়, এলাকার অনেক সমস্যা স্থানীয় ভাবে সমাধান করা যায়। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে এর মাধ্যমে আমরা সমাজ থেকে সকল প্রকার অপরাধ দূর করতে চাই। এ জন্য জনসাধারণকে পুলিশের কাছে এলাকার চলমান ঘটনা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হতে হবে। দেশকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে হবে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে নৈতিকতাবোধ থেকে পুলিশকে সহযোগিতা করতে হবে। এছাড়া এলাকার উঠতি বয়সী যুবকরা স্কুল কলেজগামী শিক্ষার্থীদের যাহাতে উত্ত্যক্ত করতে না পারে এবং বাল্য বিবাহরোধে সমাজের সকলের দায়িত্ববোধ থেকে সচেতন হতে হবে৷
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার
তরিকুল ইসলাম, (প্রশাসন ও অর্থ) জয়পুরহাট, মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), উপজেলা নির্বাহী অফিসার,ইস্তিয়াক ক্ষেতলাল৷ শিরাজুল ইসলাম বুলু সরদার,মেয়র ক্ষেতলাল, পৌরসভা, চেয়ারম্যান আনারুজ্জামান তালুকদার নাদিম আলমপুট ইউপিঃ আঃ মজিদ মল্লা ,মস্তাকিম মন্ডল চেয়ারম্যান ক্ষেতলাল৷ উপজেলা৷
ক্ষেতলাল থানার সকল অফিসার ও ফোর্সসহ সর্বস্তরের জনসাধারণ।