মাগুরা শালিখায় মানবতার সেবা সংঘের উদ্যোগে নতুন বাড়ি উপহার পেলেন শরীফা খাতুন
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার :
মাগুরায় মানবতার সেবা সংঘ বলাই নাঘোসা, শালিখা মাগুরা এর উদ্যোগে অসহায় বিধবা নারী শরীফা খাতুনকে গৃহ উপহার বিতরণ করা হয়। শনিবার ৩০ এপ্রিল বিকাল ৫ টার সময় মাগুরা শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের অসহায় ৩ সন্তানের বিধবা নারী শরীফা খাতুনকে ঘর উপহার দিলেন নিজেদের অর্থায়নে এক ঝাঁক তরুণ যুবক। সরেজমিনে দেখা যায়, আজ বিকালে মানবতার সেবা সংঘের সভাপতি মো. জুলফিকার আলী,
প্রতিষ্ঠাতা ইব্রাহিম হোসেন টিপু ও হুমায়ুন কবীর। প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন বাংলাদেশ সেনাবাহিনী সালিমুল হক অন্তর। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য কবির হোসেন, কামরুল ইসলাম সহ ক্লাবের সকল সদস্যগণ। এছাড়াও উপস্থিত ছিলেন শালিখা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি শেখর সরকার, শতখালী ১ নং ওর্য়াড মেম্বার হেলাল উদ্দিন জহির সহ ছয়ঘরিয়া গ্রামের লোকজন। এ সময়ে দাতা গ্রহণকারী শরীফা খাতুনের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন মানবতা সেবা সংঘের সভাপতি জুলফিকার ও প্রতিষ্ঠাতা টিপু ও কবীর। ছয়ঘরিয়ার মেম্বার হেলাল বলেন, মাগুরা জেলায় মানবতা সেবা সংঘ সত্যিই অসহায় মানুষের পাশে থেকে ভালো কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন আমি ব্যক্তিগত ভাবে এই সংগঠনের সাফল্য কামনা করি। প্রধান অতিথি ক্যাপ্টেন সালিমুল হক বলেন মানবতার সেবা সংঘ সব সময় মানুষের পাশে থেকে সাহায্য ও ভালো কাজ করে যাবে। সভাপতি জুলফিকার ও প্রতিষ্ঠাতা টিপু ও কবীর বলেন, শরীফা খাতুনের মাটির ঘরটি গত কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ হলে আমরা খোঁজ খবর নিয়ে তাকে একটা বসবাস করার জন্য ঘর তৈরির পরিকল্পনা করি। আর সে জন্যই আমরা আজকে এখানে পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিল ও দোয়ার মাধ্যমে ঘরের চাবি হস্তান্তর করলাম। এ বিষয়ে শালিখা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের শেখর সরকার বলেন, আমি ব্যক্তিগত ভাবে মানবতা সেবা সংঘের এমন মহৎ ও ভালো কাজ উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল সদস্যকে ধন্যবাদ ও সাধুবাদ জানায়। শরীফা খাতুন আনন্দে আপ্লুত কান্না জড়িত কন্ঠে বলেন, আমি খুবই গরীব মানুষ স্বামী মারা গেছে বছর পাঁচ হলো। ঝড়ে আমার মাটির ঘরটির ক্ষতি গ্রস্থ হলে আমি তখন তিন মেয়েকে নিয়ে দিশেহারা। হঠাৎ তখনই মানবতার সেবা সংঘের এই ভালো ভাইয়েরা আমাকে একটা ঘর এবং আর্থিক সাহায্য করেছেন, এটাই হলো আমার জীবনে সবচেয়ে আনন্দময় সময়। তিনি আরও বলেন আমার কাছে মনে হচ্ছে যেন আজ আমার নতুন বাড়িতে ঈদের খুশিতে ভরে উঠেছে। চাবি হস্তান্তর পর্ব শেষ হলে মানবতা সেবা সংঘের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এই ইফতার মাহফিলে এলাকাবাসীর শতাধিক রোজাদার ব্যক্তি অংশ গ্রহণ করেন।