সাত দিনেও খোঁজ মেলেনি বুদ্ধি প্রতিবন্ধি ভারসাম্যহীন টুরু মিয়ার
সাত দিনেও খোঁজ মেলেনি বুদ্ধি প্রতিবন্ধি ভারসাম্যহীন টুরু মিয়ার
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালের নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধি ভারসাম্যহীন টুরু মিয়ার খোঁজ মেলেনি গত ৭ দিনেও। এ ঘটনায় ওই প্রতিবন্ধির বাবা বাদী হয়ে গত ২৬ এপ্রিল বগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বগুড়া সদর থানায় করা জিডি নং ১৭/৪৩/ জিডি সূত্রে জানা গেছে, বগুড়া চার মাথা এলাকা বাসস্ট্যান্ড থেকে বুদ্ধি প্রতিবন্ধি ভারসাম্যহীন একজন যুবক হারিয়ে গেছেন। গত শনিবার (২৪ এপ্রিল) বেলা ৩,,টার দিকে,বগুড়া চিকিৎসা নিতে যাওয়ার পথে বাবার হত থেকে চার মাথা বাসস্ট্যান্ড এলাকা থেকে হারিয়ে যান। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, যে হেতু তিনি প্রতিবন্ধি আমরা সারা বাংলাদেশ মেসেজ দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category