র্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আঃ রাজ্জাক জয়পুরহাটঃ
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকশ অপারেশনাল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
২রা মে সোমবার রাত ২.০৫ ঘটিকার সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন ০২নং দোগাছি ইউনিয়নের পাইকরতলি গ্রামের জনৈক মোঃ সামসুল আলম(সুমন)এর মেসার্স এসএম পোল্ট্রি ফিড দোকানের উত্তর পাশে মঙ্গলবাড়ি-জয়পুরহাট গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি হিরো এইচএফ রিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল ও ৩১ কেজি গাঁজাসহ ইমরান হোসেন@ সুজি (৩০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইমরান হোসেন@ সুজি (৩০) জয়পুরহাট সদর উপজেলার পাইকর দাড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইমরান হোসেন@ সুজি দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। ,