জয়পুরহাটের কালাইয়ে ঈদ আনন্দ করতে গিয়ে ভটভটি উল্টে ২০ শিক্ষার্থী আহত
জয়পুরহাট প্রতিনিদি/
জয়পুরহাটের কালাইয়ে ঈদ আনন্দ করতে সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাটে যাওয়ার পথে ইঞ্জিনচালিত ভটভটি উল্টে ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।
ঈদের দিন মঙ্গলবার দুপুর ১২ টায় পুনট ইউনিয়নের বাঁশের ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তারা সবাই একই গ্রামের দুরুন্জ নওয়াপাড়া মহল্লার বাসিন্দা ও উপজেলা সদরের বিভিন্ন স্কুলের ৭ম থেকে ১০ম শ্রেণীর ছাত্র।
প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে ছেড়ে দিলেও আহত অবস্থায় ১৬ জনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চার’জনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহতরা হলেন- শাকিল, রবিউল, মারুফ, রিজভী, সুমন,সোহেল রানা, কাইয়ুম, রাশেদুল, হাসিবুল, সাকলাইন, আতিকুল, ফারুক, ওমর, অপুর্ব, আলি, মহসিন।
গুরুতর অাহত অবস্থায় শান্ত, মাসফুর,রুহুল ও রাকিবকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, ঈদ আনন্দ করতে ৩০ জনের একটি কিশোর দল ভটভটি যোগে বগুড়া জেলার সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাটে যাওয়ার পথে বাঁশের ব্রীজ এলাকায় কুকুরের সাথে ধাক্কা লেগে ভটভটি উল্টে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়।
এসময় এলাকার লোকজন দ্রুত ছুটে এসে গাড়ির নিচ থেকে আহতদের বের করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
দূর্ঘটনার বিষয়টি অবগত আছেন বলে জানান কালাই থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন।