পাবনা সুজানগরে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত দুই !
মোঃ রনি আহামেদ রাজু স্টাফ রিপোর্টার
সুজানগরে মোটরসাইকেল ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় পাবনা- সুজানগর সড়কের কুড়িপাড়া মোড়ের প্রভাতী টেক্সটাইল মিলস্ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১ জন কে মৃত ঘোষণা করেন। নিহত আবু তালহা তেহামী (১২) সে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাট মালফিয়া গ্রামের হেলাল উদ্দিন মাস্টারের ছেলে। আহত ২ জন হলো নিহত আবু তালহার বড় ভাই আবু তোহা (১৪) এবং একই গ্রামের বেলাল হোসেনের ছেলে মামুন হোসেন (২৮)। গুরুতর আহত ২ জনকেই পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা হতাহতরা ৩ জনই মোটরসাইকেল আরোহী বলে জানা যায়। সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যু আবু তালহা তেহামীর মরদেহ পুলিশ উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।