টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দুই আহত এক !
মোঃ রনি আহামেদ রাজু স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে একজন। মঙ্গলবার ০৩ মে বিকালে উপজেলার রুপশান্তি কুচামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আলআমিন (১৬) এবং রিপন (১৬)। আর আহত হয়েছেন আমিনুল ইসলাম।
জানা যায় হতাহতরা ঈদ উপলক্ষ্যে ঘুরতে ধনবাড়ী থেকে জামালপুরে গিয়েছিল। পরে জামালপুর থেকে ফেরার পথে মোটরসাইকেলটি রুপশান্তি কুচামারা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তাদের মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়।এতে তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। পরে, গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আমিনুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ মরদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।