সুজানগরে বিশ্ব মা দিবস পালিত!
মোঃ রনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
সুজানগরে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে,বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে বিশ্ব মা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল।স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, প্রশিক্ষণ পারুল খাতুন। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন, তথ্য কর্মকর্তা আসমানী খাতুন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, খালেদা ফেরদৌস আশা।