জয়পুরহাটের ক্ষেতলালে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১
আঃ রাজ্জাক জয়পুরহাট জেলা প্রতিনিধি/৮/২২
জয়পুরহাটের ক্ষেতলালে মামুদপুর এলাকা থেকে ১০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ক্ষেতলাল থনা পুলিশ রোববার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সমন্তাহার গ্রাম থেকে থেকে নাইমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাঈম সাখিদার (৩৩)ক্ষেতলাল উপজেলার সমান্তাহার গ্রামের বাসিন্দা শাহজাহান সাখিদারের ছেলে।
ক্ষেতলাল থানার এস আই ময়াআলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়৷
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।