জয়পুরহাট কালাইয়ে কিডনি বিক্রয়ের ৩ সদস্যকে গ্রেফতার
জয়পুরহাট৷
জয়পুর
হাটের কালাইয়ে কিডনি বিক্রয়ের তিন সদস্য গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ৷
ব্যপক জিঙ্গাসা বাদের পর nger ৩১/২২ কালাই পেলেন কোর্ট আইনে তাদের সোমবার (৯ মে) দুপুরে কালাই থানা আদালতের মাধ্যমে তাদের কোর্টে পাঠিয়েছে থানা পুলিশ।
গ্রেফতারকতৃরা হলেন হাফিজার (৩৪) বৈরাগি বাজারের মোজ্জামেলের ছেলে৷ খোরশেদ মন্ডল বোড়াই গ্রামের মৃত্য অচির উদ্দীনের ছেলে৷ আইনুল ইসলাম (৩৪) বোড়াই গ্রামের হাফিজারের ছেলে৷
থানা ও এলকা সূত্রে জানা যায় খোরশেদ আইনুল হাফিজার এরা নিজেদের কিডনি বিক্রয় করেছে শরিলে ফু দিয়ে চলাফেরা করে মাঝে মাঝে হারিয়ে যায় তাদের কর্ম বিষয়ে আমারা কিছু জানি না বিলাস বহুল ভাবে চলাফেরা করে৷
কালাই থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা ওসি এস এম মইনু উদ্দীন সাংবাদিকদের বলেন গপন তথ্যের ভিক্তিতে গত কয়েক দিন যাবত কালাই থানা পুলিশের অভিযানে আহম্মেদাবাদ বোড়াই গ্রাম ও বৈরাগির বাজার থেকে কিডনি -বিক্রয় সংঙ্গে জরিত আছে জিঙ্গ্যসা বাদ করা হলে তারা মূলত ভুক্তভোগী, এই তিন জনেই কয়েক বছর পৃর্বে ধাপে ধাপে এরা নিজের কিডনি বিক্রয় করেছেন৷ কিডনি ক্রয় বিক্রয় কারিদের বিষয়ে আমাদের তদন্ত অব্যহত রয়েছে৷